No Internet Connection !

পঞ্চগড় জেলা পরিচিতি

প্রশ্ন: পঞ্চগড় জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৮০ সালে।
প্রশ্ন: পঞ্চগড় জেলার সীমানা কি? উ: পঞ্চগড় জেলার সীমানা:

✅ উত্তরে: ভারতের পশ্চিমবঙ্গ

✅ দক্ষিণে: ঠাকুরগাঁও ও দিনাজপুর

✅ পূর্বে: নীলফামারী ও দিনাজপুর

✅ পশ্চিমে: পশ্চিমবঙ্গ


প্রশ্ন: পঞ্চগড় জেলার আয়তন কত? উ: ১,৪০৪.৬৩ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: পঞ্চগড় জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: উদ্দীপন পঞ্চগড়।
প্রশ্ন: পঞ্চগড় জেলার গ্রাম কতটি? উ: ৮২৫ টি।
প্রশ্ন: পঞ্চগড় জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৪৩ টি।
প্রশ্ন: পঞ্চগড় জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৫ টি। পঞ্চগড়, বোদা, তেঁতুলিয়া, দেবীগঞ্জ ও আটোয়ারী।
প্রশ্ন: পঞ্চগড় জেলার পৌরসভা কতটি? উ: ২ টি।
প্রশ্ন: পঞ্চগড় জেলার নদ-নদী কি কি? উ: মহানন্দা, করতোয়া, আত্রাই, টাংগন, তিস্তা, নাগর ইত্যাদি।
প্রশ্ন: পঞ্চগড় জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: চিনিকল, বস্ত্রকল, নুড়িপাথর, বালি।
প্রশ্ন: পঞ্চগড় জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: বারো আউলিয়ার মাজার, রকস মিউজিয়াম, বাংলাবান্ধা (জিরো পয়েন্ট)।
প্রশ্ন: পঞ্চগড় জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: কমরেড ফরহাদ, মির্জা হাফিজ (রাজনীতিবিদ), জমির উদ্দিন সরকার (রাজনীতিবিদ), গোবিন্দ চক্রবর্তী, শফিউল আলম প্রধান (রাজনীতিবিদ)।
তথ্যসূত্র: panchagarh.gov.bd
top
Back
Home
Gsearch